রোটারেক্ট ক্লাব অব চিটাগং মিডটাউন এর
সাবেক সভাপতি রোটারেক্টর নাছিরুল করিম ইফাজ ২০২৩-২০২৪ রোটাবর্ষের
জন্য রোটারি আন্তর্জাতিক জেলা ৩২৮২ বাংলাদেশের
যুব সংগঠন রোটারেক্টের অতিরিক্ত
জেলা
রোটারেক্ট প্রতিনিধি (এডিআরআর) মনোনীত হয়েছেন যা আন্তর্জাতিক রোটারেক্টের ২য় সর্বোচ্চ
সম্মানের পদ। এজন্য তিনি ২০২৩-২০২৪ রোটাবর্ষের ডিআরআর রোটারেক্টর
শরিফুল ইসলাম অপুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি পূর্ববর্তীতেও রোটারেক্ট আন্দোলনে
গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্য বিভিন্ন পূরস্কারে ভূষিত হয়েছেন, এছাড়াও তিনি অন্যান্য
বিভিন্ন সামাজিক সংগঠনের সাথেও সম্পৃক্ত রয়েছেন।
রোটারেক্ট হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ যুব
সংগঠন যা তরুণ-তরুণীদের মাধ্যমে পরিচালিত ও রোটারি ইন্টারন্যাশনাল এর সহযোগী সংগঠন।
গত ১৩ই মার্চ ২০১৮ বিশ্বের সর্ববৃহৎ যুব সংগঠন হিসেবে রোটারেক্ট সংগঠন পার করেছে গৌরবময়
৫০ বছর । মার্কিন যুক্তরাষ্ট্রের ইলিনয়িস অঙ্গরাজ্যের এভানস্টোনে এর সদর দফতর অবস্থিত।
রোটারেক্টের উদ্দেশ্য হচ্ছে, ব্যক্তিত্ব
বিকাশে তরুন-তরুণীদের মধ্যে জ্ঞান, সাংগঠনিক দক্ষতা ও কর্ম দক্ষতা বৃদ্ধি, জনকল্যাণমূখী
ও সেবামূলক প্রকল্প গ্রহণের পাশাপাশি বন্ধুত্ব ও সেবার মাধ্যমে সমগ্র বিশ্বের সকল মানুষের
মধ্যে উন্নততর সম্পর্ক গড়ে তোলা।
রোটারেক্ট যুব সংগঠন রোটারি ইন্টারন্যাশনাল
কর্তৃক পরিচালিত হওয়ায় অতি অল্প সময়ে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে এবং অসাধারণ সব নিয়মনীতির
কারণে বিশ্বব্যাপী জনপ্রিয়তা অর্জন করেছে।
৮ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫