Daily Bangladesh Mirror

ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

জাতীয়

রাতে ভোট হতে দেখিনি আমি, দিনের ভোট দিনেই হবে: ইসি আনিছুর

ডেস্ক রিপোর্ট:
২৫ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫
# ফাইল ফটো

নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান বলেছেন, ‌‘ভোট যখন হবার তখনই হবে। ভোট দিনে হওয়ার কথা দিনেই হবে। আমাদের সময়ে এই এক বছর নয় মাসে ভোট দিনেই হয়েছে। দিনেই ভোট হবে।’

আজ রবিবার চট্টগ্রাম সার্কিট হাউজে চট্টগ্রাম জেলার আইনশৃঙ্খলা সংক্রান্ত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আনিছুর রহমান বলেন, ‘অনেক ছোট ছোট দল এই নির্বাচনে অংশগ্রহণ করছে। এই নির্বাচন

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। এই নির্বাচন আমরা শুধু আমাদের চোখ দিয়ে দেখছি না, বিশ্ববাসীও দেখছে। কাজেই নির্বাচনকে গ্রহণযোগ্য না করার কোনো বিকল্প নেই, করতেই হবে।’

বিএনপির নির্বাচনে অংশগ্রহণ না করা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচন করা না করার এখতিয়ার সবারই আছে। কেউ নির্বাচনে না এলে জোর করে আনার সুযোগ নেই। যদি কেউ আবেদন করে এবং নির্বাচনে আসতে চায় আমরা বিবেচনা করব। আমাদের যথেষ্ট সময় আছে।’

২৫ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন