Daily Bangladesh Mirror

ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

জাতীয়

রাষ্ট্রপতি ইস্যুতে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত আসবে: নাহিদ ইসলাম

ডেস্ক রিপোর্ট:
২৮ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫
# ফাইল ফটো




রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে কোনো বিক্ষোভ বা আন্দোলনের প্রয়োজন নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।


বুধবার (২৩ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “জনগণের বার্তা আমরা পেয়েছি। আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছানো হবে।”


নাহিদ ইসলাম আরও বলেন, “জনগণের মেসেজ আমরা সবাই পেয়েছি এবং এ বিষয়ে আলোচনা

করছি। শান্তি এবং স্থিতিশীলতা রক্ষায় সবাইকে সচেতন থাকার আহ্বান জানাচ্ছি।”


তিনি বলেন, “অন্তর্বর্তী সরকার একটি গণআন্দোলনের মাধ্যমে জনগণের সমর্থনে গঠিত হয়েছে। রাষ্ট্রপতি ও সংবিধান বহাল রেখে সরকার গঠন করা হয়েছে। কিন্তু যদি মনে হয় এই ব্যবস্থায় রাষ্ট্র পরিচালনায় বাধা আসছে বা জনগণ অসন্তুষ্ট, তবে পুনর্মূল্যায়ন হবে।”


নাহিদ ইসলাম বলেন, “রাষ্ট্রপতির থাকা বা না থাকা একটি রাজনৈতিক সিদ্ধান্ত, আইন বা সংবিধানের বিষয় নয়। জাতীয় ঐকমত্যের ভিত্তিতে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া যেতে পারে।”


তিনি বলেন, “রাষ্ট্রের স্থিতিশীলতা, নিরাপত্তা ও শৃঙ্খলা সর্বাধিক গুরুত্বপূর্ণ। দেশি-বিদেশি চক্রান্ত যাতে সুবিধা নিতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।”


তিনি আরও বলেন, “ছাত্র-জনতা একটি আলটিমেটাম দিয়েছে। আমরা আলোচনা করছি এবং যৌক্তিক সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করছি। পতিত ফ্যাসিবাদী শক্তির উত্থানের চেষ্টা হচ্ছে। এ বিষয়ে আমাদের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

২৮ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন