Daily Bangladesh Mirror

ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

জাতীয়

রাজনৈতিক দল হিসেবে টিকতে হলে বিএনপিকে নির্বাচনে আসতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:
১৪ ঘন্টা আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫
# ফাইল ফটো

রাজনৈতিক দল হিসেবে টিকে থাকতে হলে বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

আজ মঙ্গলবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে কমনওয়েলথ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শাহরিয়ার আলম বলেন, ‘২০১৪ সালের নির্বাচনে বিএনপি অংশ নেয়নি। এ কারণে তাদের যেকোনো কথা কিংবা আবেদন, বিদেশিদের কাছে

আকুতি-মিনতি একেবারে শূন্যের কোঠায় নেমে গেছে। রাজনৈতিক দল হিসেবে টিকে থাকতে হলে বিএনপিকে নির্বাচনে অংশ নিতে হবে। এটা সর্বজনীন সত্য। তফসিল অনুসারে ৩০ নভেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। কাজেই সেই দিন পর্যন্ত নির্বাচনে আসাটা সবার জন্য উন্মুক্ত। সরে যাওয়ারও সুযোগ আছে।’

আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপি আসতে পারে বলে সরকার আশা করে, দুদিন আগেই এমন বক্তব্য দিয়েছিলেন প্রতিমন্ত্রী। সেই প্রত্যাশা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি দলের মুখপাত্র নই। আমি আশা করি। আমার দল আশা করে এমনটা বলিনি।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, ‘নির্বাচনে সবার অংশগ্রহণ সৌন্দর্য বাড়ায়। তবে একটি সন্ত্রাসী রাজনৈতিক দল, যারা বাংলাদেশের গঠনতন্ত্রে ও সংবিধানে বিশ্বাস করে না, এ রকম কাউকে দিয়ে শুধু লোক দেখানো বা শোভাবর্ধনের প্রয়োজন নেই। নির্বাচনকে গ্রহণযোগ্য করতে কোনো একটি বা বিশেষ কোনো দলের অংশগ্রহণ বাধ্যতামূলক না।’

১৪ ঘন্টা আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন