চীনের পিকিং বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টর অব লেটার্স (ডি. লিট) ডিগ্রি প্রদান করেছে। শনিবার (২৯ মার্চ) সকালে এক অনুষ্ঠানের মাধ্যমে তাকে এই ডিগ্রি দেওয়া হয়।
এই অনুষ্ঠানে অধ্যাপক ইউনূস উপস্থিত থেকে বক্তব্য দেন। তিনি গত বুধবার (২৬ মার্চ) চার দিনের সরকারি সফরে চীনে যান। বাংলাদেশ সময় বিকেল
৪টা ১৫ মিনিটে সাউদার্ন এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে করে তিনি ও তার সফরসঙ্গীরা হাইনানের কিয়োংহাই বোয়াও আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।চার দিনের এই সফর শেষে অধ্যাপক ইউনূস শনিবার দেশে ফিরবেন বলে কথা রয়েছে।
২১ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫