বরিশালের গৌরনদীতে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক হওয়ায় ছাত্রশিবিরের এক নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার ছাত্রশিবিরের বরিশাল জেলা শাখা থেকে এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বহিষ্কৃত নেতার নাম মাইনুল ইসলাম পলাশ। তিনি গৌরনদী উপজেলা শিবিরের সেক্রেটারি ছিলেন। গত শুক্রবার সকালে ‘বেহায়াপনা’র অভিযোগে পলাশকে গ্রেপ্তার দেখানো
হয়। পরে তাকে আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।ছাত্রশিবিরের বরিশাল জেলা শাখার সভাপতি আকবর হোসেনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের আদর্শ, শৃঙ্খলা ও ইসলামী নৈতিকতা লঙ্ঘনের অভিযোগে পলাশকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে ঘটনার তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
গৌরনদী থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, শুক্রবার ভোরে নলচিড়া ইউনিয়নের বদরপুর গ্রামের এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে পলাশকে আপত্তিকর অবস্থায় আটক করেন স্থানীয়রা। পরে তারা ৯৯৯ নম্বরে কল করে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পলাশ ও ওই নারীকে আটক করে।
ওসি আরও জানান, এ ঘটনায় কেউ আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেননি। তবে পুলিশ নিজেই বাদী হয়ে অশ্লীলতা ও বেহায়াপনার অভিযোগে মামলা দায়ের করে আদালতে পাঠায়।
৫ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫