Daily Bangladesh Mirror

ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ৮, ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২

লিড নিউজ

অটোমেটেড ভূমি সেবা চালু হলে জনভোগান্তি কমবে : ভূমি উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:
২৬ দিন আগে সোমবার, সেপ্টেম্বর ৮, ২০২৫
# ফাইল ফটো



ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, ভূমি অটোমেটেড সিস্টেম চালু হলে জনভোগান্তি অনেকটা কমবে। ভূমি বিষয়ে ডিজিটাল হয়ে গেলে মানুষের মধ্যে হানাহানি ও হয়রানি পর্যায়ক্রমে কমবে। ডিজিটাল পদ্ধতিতে ভূমির মালিকানা স্বত্ব সহজকরণ হয়ে যাবে। ভূমি ব্যবস্থাপনা শক্তিশালী হবে। ভূমির বিষয়টি নিয়ে মানুষের আস্থার জায়গা বৃদ্ধি পাবে।


আজ বুধবার দুপুরে ফেনী জেলা সার্কিট হাউস চত্বরে

স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। 


আলী ইমাম মজুমদার বলেন, শতকরা ৯০ ভাগ বিরোধের উৎস হলো ভূমি। অটোমেটেড ভূমি সিস্টেম চালু হলে মানুষের ভোগান্তি অনেকটাই কমে যাবে বলে আমি মনে করি।

 

তিনি বলেন, ভূমি বিষয়ে ডিজিটাল হয়ে গেলেই সব ঠিক হয়ে যাবে এটা বলা যাবে না। মেশিনের পেছনে যে মানুষটা কাজ করবেন তিনি যদি ভুল করেন তাহলে জটিলতা কমবে কিভাবে? তাই সব নাগরিকদেরকে সচেতন ও নজরদারি করতে হবে। যারা ভালো কাজ করবে তাদের সার্পোট দেবেন, আর যারা খারাপ করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবেন।


তিনি আরো বলেন, ফেনী একটি গৌরবময় জনপদ, তাই এ সিস্টেমটি চালু করতে ফেনীকে বেছে নেওয়া হয়েছে। বর্তমানে পাইলটিং প্রজেক্টের অর্ন্তভুক্ত করা হয়েছে। এ সিস্টেম চালু হলে ফেনী আরো আলোকিত হয়ে যাবে বলে আশা করছি।

২৬ দিন আগে সোমবার, সেপ্টেম্বর ৮, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন