সচিবালয়ে অগ্নিকাণ্ডকে গভীর ষড়যন্ত্রের অংশ বলে অভিহিত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি দাবি করেন, এই আগুনের মাধ্যমে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের দুর্নীতি ও অর্থ পাচারের নথিপত্র ধ্বংস করা হয়েছে।
শনিবার (২৮ ডিসেম্বর) সকালে রংপুরের মিঠাপুকুরের আটপুনিয়া গ্রামে অগ্নিকাণ্ডে নিহত ফায়ার ফাইটার শোয়ানুর জামান নয়নের পরিবারের সঙ্গে
সাক্ষাতের পর এক সংক্ষিপ্ত সমাবেশে রিজভী এই মন্তব্য করেন।এ সময় উপস্থিত ছিলেন “আমরা বিএনপি পরিবারের” আহ্বায়ক আতিকুর রহমান রুম্মন, সদস্য সচিব মাকসিদুল মোমেনিন মিঠুন, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম ও সদস্য সচিব আনিসুর রহমান লাকুসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।
রিজভী বলেন, "সচিবালয়ের নয় তলায় যেখানে গুরুত্বপূর্ণ পাঁচটি মন্ত্রণালয়ের নথি সংরক্ষিত ছিল, সেখানেই আগুন লাগানো হয়েছে। এটি নিঃসন্দেহে একটি ষড়যন্ত্র। শেখ হাসিনার পতিত সরকারের মুখ্য সচিব প্রচুর টাকা পাচার করেছেন, এবং সেই পাচারের নথিগুলোও আগুনে ধ্বংস হয়েছে।"
তিনি আরও বলেন, “যারা আগুন নেভাতে গিয়ে জীবন দিয়েছেন, তাদের মধ্যে শোয়ানুর জামান নয়ন অন্যতম। এই সাহসী যোদ্ধার পরিবারকে অবশ্যই সান্ত্বনা দিতে হবে। আগামী এক মাসের মধ্যে নয়নের বোনকে চাকরি দিতে হবে। যদি তা না করা হয়, বিএনপি পরিবারের সাধ্যমতো তাদের পাশে থাকবে।”
রিজভী আরও অভিযোগ করেন, “সরকার ফ্যাসিবাদী নীতির মাধ্যমে আমলাতন্ত্রকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে। এমনকি সরকার পালিয়ে গেলেও তাদের অনুগত দোসররা প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে থেকে যাবে।”
এই বক্তব্যের মাধ্যমে রিজভী সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনায় সরকারের উদ্দেশ্য ও কার্যকলাপ নিয়ে তীব্র সমালোচনা করেন।
২২ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫