Daily Bangladesh Mirror

ঢাকা, মঙ্গলবার, জুলাই ২২, ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

লিড নিউজ

নতুন প্রস্তাবের সঙ্গে ৩১ দফা মিলে যাবে: ফখরুল

ডেস্ক রিপোর্ট:
১০ দিন আগে মঙ্গলবার, জুলাই ২২, ২০২৫
# ফাইল ফটো



বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, যুগপৎ আন্দোলনের শরিকদের মতামত নিয়েই রাষ্ট্র সংস্কারের ৩১ দফা প্রস্তাবনা তৈরি করা হয়েছিল। নতুন প্রস্তাবের সঙ্গে এই ৩১ দফার মিলে যাবে বলেও তিনি উল্লেখ করেন।


বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাজধানীর বনানীর লেকশোর হোটেলে আয়োজিত ‘বিএনপির ৩১ দফা রাষ্ট্র সংস্কার প্রস্তাবনা ও নাগরিক ভাবনা’ শীর্ষক সেমিনারে মির্জা ফখরুল

এসব কথা বলেন।


বিএনপি মহাসচিব বলেন, "২০২৩ সালের ১৩ জুলাই অর্থাৎ প্রায় দুই বছর আগে বিএনপি যে রাষ্ট্র সংস্কার প্রস্তাবনা দিয়েছিল, আজ তা আবার সবার সামনে তুলে ধরতেই এই আয়োজন করা হয়েছে।"


তিনি আরও বলেন, "৩১ দফা শুধুমাত্র বিএনপির প্রস্তাব নয়, বরং যুগপৎ আন্দোলনের শরিকদের মতামতের ভিত্তিতেই এই রাষ্ট্র সংস্কার প্রস্তাব তৈরি করা হয়েছে। নতুন প্রস্তাবে ৩১ দফার সঙ্গে মিল থাকবে, এটাই স্বাভাবিক। কারণ, এটি জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার একটি ভাবনা থেকে করা হয়েছে।"

১০ দিন আগে মঙ্গলবার, জুলাই ২২, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন