Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

বিনোদন

নতুন প্রেমিকের সঙ্গে ঘর বাঁধছেন হৃতিকের প্রাক্তন স্ত্রী সুজান খান

ডেস্ক রিপোর্ট:
২১ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো




বলিউড তারকা হৃতিক রোশনের সঙ্গে সুজান খান এক বছর আগে বিবাহবিচ্ছেদ করেছিলেন। তবে এর পরেও উভয়ের জীবন থেমে থাকেনি। হৃতিক নতুন সঙ্গী হিসেবে খুঁজে পেয়েছেন সাবা আজাদকে, আর সুজানও জীবনে নতুন ভালোবাসার সন্ধান পেয়েছেন। তিনি এখন আলি গোনির ভাই আর্সলান গোনির সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন।


হৃতিক এবং সুজান তাদের নতুন সম্পর্ক মেনে নিয়েছেন এবং প্রেমিক-প্রেমিকার সঙ্গে বিভিন্ন

অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন।


সাম্প্রতিক খবর অনুযায়ী, এবার আর্সলানের সঙ্গে একত্রে থাকার জন্য সুজান নতুন ফ্ল্যাট ভাড়া নিয়েছেন। ভারতের একটি সংবাদমাধ্যমের রিপোর্টে বলা হয়েছে, সুজানের এই নতুন ফ্ল্যাটের মাসিক ভাড়া ২ লাখ ৩৭ হাজার টাকা। প্রেমিকের সঙ্গে থাকার পরিকল্পনাতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।


আর্সলান গোনির সঙ্গে সুজানের বন্ধুত্ব বহুদিনের। বিভিন্ন পার্টি এবং ঘোরাফেরায় তাদের একসঙ্গে দেখা গেছে।


উল্লেখ্য, হৃতিক এবং সুজান তাদের প্রথম ছবির সাফল্যের পরেই বিয়ে করেছিলেন। তাদের ১৪ বছরের সংসারে দুই পুত্রসন্তান রয়েছে। তবে একসময় রোশন পরিবারের পক্ষ থেকে আকস্মিক বিবাহবিচ্ছেদের ঘোষণা করা হয়, যা অনেককে অবাক করেছিল। যদিও বিচ্ছেদের পরও হৃতিক এবং সুজানের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট রয়েছে।

২১ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন