দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বাতিল করে নির্দলীয় সরকারের অধীনে ভোটের দাবিতে দুই দিনের বিক্ষোভ সমাবেশের ঘোষণা করেছে বাম গণতান্ত্রিক জোট। আজ রবিবার বিকেলে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয়ে বাম গণতান্ত্রিক জোটের সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বাম গণতান্ত্রিক জোটের ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে
বিজ্ঞপ্তিতে বাম গণতান্ত্রিক জোট সরকারের ভয়ভীতি, প্রলোভন উপেক্ষা করে আজকের ‘একতরফা প্রহসনের’ নির্বাচন বর্জন করায় দেশবাসীকে অভিনন্দন জানিয়েছে।
এতে বলা হয়, ‘গণদাবি ও জনমত উপেক্ষা করে সরকার ‘‘একতরফা প্রহসনের’’ নির্বাচন করে যে তামাশার জন্ম দিল, তা দেশের ইতিহাসে ন্যক্কারজনক ঘটনা হিসেবে লিপিবদ্ধ হয়ে থাকবে। সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে সংগ্রাম চালিয়ে যেতে হবে।’
বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশিদ, সহকারী সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, সম্পাদকমণ্ডলীর সদস্য নিখিল দাস, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু প্রমুখ।
১৩ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫