Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

লিড নিউজ

নেত্রী-অভিভাবক শেখ হাসিনার কাছে আমার ঋণ আরও বেড়ে গেল - ওবায়দুল কাদের

স্টাফ রিপোর্টার:
২৬ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, ‍তৃতীয়বারের মতো দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তার দায়িত্ব আরও বেড়ে গেছে।

আজ রোববার সকালে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে কাদের এ কথা বলেন। এর আগে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে দলটির নবনির্বাচিত কমিটির সদস্যরা ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

ওবায়দুল কাদের বলেন, 'গতকাল আমাদের

জাতীয় সম্মেলন ছিল অত্যন্ত সুশৃঙ্খল এবং স্বতঃস্ফূর্ত। আমাদের পার্টি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ, সেটা গতকাল আমাদের সম্মেলনে উপস্থিতির মধ্য দিয়ে আমরা প্রমাণ করেছি। সাধারণ সম্পাদকের দায়িত্ব আবারও আমার ওপর এসেছে, এটা আমার সৌভাগ্য।'

'আসলে কাউন্সিলরদের চোখের ভাষা, মনের ভাষা তিনি (শেখ হাসিনা) বোঝেন। গণতান্ত্রিক পদ্ধতিতে গতকাল সম্মেলনে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। পুরনোদের বেশির ভাগই নতুন করে নির্বাচিত হয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের সভাপতি। তিনি কিন্তু আমাদের পার্টিতে অপরিহার্য, তার কোনো বিকল্প নেই। আওয়ামী লীগে অন্তত ১০ জন নেতা আছেন যারা সাধারণ সম্পাদক হতে পারেন, যোগ্যতা আছে। তারপরও আগামী নির্বাচনকে সামনে রেখে, বিশ্ব পরিস্থিতির ফলে যে সংকট, আমাদের দেশেও যে সংকট আছে—জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা এবং বিএনপির নেতৃত্বে সরকার হটানোর আন্দোলন চলছে, এই পরিস্থিতিতে আমাদের সামনে লট অব চ্যালেঞ্জেস। চ্যালেঞ্জ অতিক্রমে অভিজ্ঞদেরই আবার নেতৃত্বে রাখার সিদ্ধান্ত নিয়েছেন আমাদের সভাপতি,' বলেন তিনি।

ওবায়দুল কাদের আরও বলেন, 'তিনি (শেখ হাসিনা) ৪১ বছর আওয়ামী লীগের সভাপতি। এটা একটা রেকর্ড সারা বিশ্বে। সাধারণ সম্পাদকের পদে ৩-৪ বার, এটা কোনো বিষয় না। আরও দায়িত্ব বেড়ে গেল। নেত্রী-অভিভাবক শেখ হাসিনার কাছে আমার ঋণ আরও বেড়ে গেল।'

২৬ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন