Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, অক্টোবর ২২, ২০২৫, ৭ কার্তিক ১৪৩২

লিড নিউজ

মন্ত্রণালয়ের সংশোধনী নিয়ে বই প্রকাশের উদ্যোগ নিয়েছে সরকার: প্রেসসচিব

ডেস্ক রিপোর্ট:
৪ দিন আগে বুধবার, অক্টোবর ২২, ২০২৫
# ফাইল ফটো



বিভিন্ন মন্ত্রণালয়ের সংশোধনী নিয়ে একটি বই প্রকাশের উদ্যোগ নিয়েছে সরকার। সেখানে মন্ত্রণালয়ের বিভিন্ন সংশোধনী তুলে ধরা হবে। 


বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।


প্রেসসচিব বলেন, স্বতঃপ্রণোদিত হয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের সংশোধনী আগামী মাসের মধ্যে প্রধান উপদেষ্টার কার্যালয়ে জমা দিতে

নির্দেশনা দিয়েছে সরকার।


শফিকুল আলম বলেন, মন্ত্রণালয়ের সংশোধনী নিয়ে একটি বই প্রকাশ করবে সরকার। যেখানে মন্ত্রণালয়ের বিভিন্ন সংশোধনী তুলে ধরা হবে। এ ছাড়া নির্বাচন কমিশনের দুটি আইন সংশোধনের প্রস্তাব ক্যাবিনেটে পাস হয়েছে।


তিনি বলেন, নির্বাচনের স্বচ্ছতা ও জবাবদিহির জন্য নির্বাচন কমিশন বিশেষ বিধান আইন, ১৯৯১-এর ৮ ধারার তিনটি সংশোধনের প্রস্তাব রাখা হয়েছে ক্যাবিনেট মিটিংয়ে। এ ছাড়া আয়কর আইন, ২০২৩-এর সংশোধনী ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য ট্রেজারি বন্ডের কর ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করার সুপারিশ দেওয়া হয়েছে।


নির্বাচনীব্যবস্থা নিয়ে আটটি রাজনৈতিক দলের কর্মসূচি প্রসঙ্গে প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলমান রয়েছে।

৪ দিন আগে বুধবার, অক্টোবর ২২, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন