তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রয়েছে। এই আন্দোলনের অংশ হিসেবে তারা সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ৪০ মিনিটে মহাখালী রেল ক্রসিং অবরোধ করেন। এ সময় কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেন আটকে দেয় শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের এই অবরোধের ফলে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় এবং মহাখালী
থেকে জাহাঙ্গীরগেট পর্যন্ত সড়কের উভয় পাশে যানবাহন চলাচল স্থগিত থাকে। এ ঘটনায় এলাকায় যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটে।তিতুমীর কলেজের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে তাদের প্রতিষ্ঠানকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি জানিয়ে আসছেন। তাদের এই আন্দোলন এখনও চলমান রয়েছে এবং এর প্রভাব প্রতিদিনের জীবনযাত্রায় পড়ছে।
১৫ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫