স্থানীয় সরকার উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ বলেছেন, লোক দেখানো কাজ করে ডেঙ্গু সংক্রমণ কমানো সম্ভব নয়। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে পুরান ঢাকার আরমানিটোলা ও আশেপাশের এলাকায় ডেঙ্গু নিধন কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককেই নিজের অবস্থান থেকে সচেতন হতে হবে এবং সক্রিয়ভাবে কাজ করতে হবে। ডেঙ্গুর প্রাথমিক লক্ষণ
হিসেবে জ্বর দেখা দিলে প্রথম দিনেই ডাক্তারের পরামর্শ নেওয়ার গুরুত্ব উল্লেখ করে তিনি বলেন, এটা ডেঙ্গু নিয়ন্ত্রণের অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ।ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ডেঙ্গু প্রতিরোধে ১২টি টিম মোতায়েন করেছে বলে জানিয়ে উপদেষ্টা আরিফ দায়িত্বপ্রাপ্তদের আরও সচেতন হয়ে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি, পাড়া-মহল্লায় স্থানীয়দের নিজ উদ্যোগে পরিচ্ছন্নতা রক্ষা করার তাগিদও দেন তিনি।
২৭ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫