Daily Bangladesh Mirror

ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

কুমিল্লা বিভাগ

"লিগ্যাল একশন বাংলাদেশের উদ্যোগে " বুড়িচং-ব্রাহ্মণপাড়ায় কৃষকদের মাঝে সবজি বীজ বিতরণ

স্টাফ রিপোর্টার:
২২ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫
# ফাইল ফটো





 বন্যা দুর্গত কুমিল্লার বুড়িচং ব্রাহ্মণপাড়ার বিভিন্ন গ্রামের কৃষকদের মাঝে রেইন সিড ও কাজী সিড এর সহযোগিতায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা "লিগ্যাল একশন বাংলাদেশ" এর সৌজন্যে প্রায় ১ হাজার কৃষক পরিবারের মাঝে বিভিন্ন রকম সবজি বীজ বিতরণ করা হয়।


 বুড়িচং থানার বুড়িচং সদর, ষোলনল , বাকশিমুল, রাজাপুর ও জগতপুর ইউনিয়ন, ব্রাহ্মণপাড়া উপজেলার ব্রাহ্মণপাড়া

সদর, মালাপাড়া, চান্দলা, সাহেবাবাদ ইউনিয়নের কৃষকদের মাঝে এই সবজি বীজ বিতরণ করা হয়। বন্যা পরবর্তী খাদ্য সংকট নিরসনে কৃষি নির্ভর এই এলাকাতে সাময়িক খাদ্য যোগানে এই উদ্যোগ গ্রহণ করা হয়। এতে প্রতিটি পরিবারের মাঝে  লাল শাক, পালং শাক, বরবটি, লাউ ও মিষ্টি কুমড়া বীজ দেয়া হয়।


লিগ্যাল একশন বাংলাদেশ বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার সভাপতি কৃষিবিদ ড. হাসান সিদ্দিক ডালিমের সভাপতিত্বে এই বিতরণ কার্যক্রম শুরু হয়।


 এই সময় তিনি সংগঠনের বিভিন্ন দিক তুলে ধরেন ও ভবিষ্যতে যেকোনো সমস্যায় সাধারণ মানুষের পাশে থাকার আশ্বাস দেন।


এছাড়া সংগঠনের সেক্রেটারি জহিরুল কাইয়ুম, সিনিয়র সদস্য এম এ কাইয়ুম , প্রফেসর আতিক , সাংবাদিক রেজাউল করিম দুলাল, সদস্য কাজী সাইফুল, রাজীব,মাসুম, মশিউর ,আবু মুছা জীবনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

২২ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন