Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

কুমিল্লা বিভাগ

কুমিল্লায় হলি ফ্যামিলি হাসপাতালে যথাযথ চিকিৎসার অভাবে জমজ দুই শিশুর মৃত্যুর অভিযোগ

স্টাফ রিপোর্টার:
১৫ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো




কুমিল্লা নগরীর রামমালার রোডের কুমিল্লা হলি ফ্যামিলি হাসপাতালে যথাযথ তদারকির অভাবে সাড়ে ৭ মাস বয়সী জমজ দুই শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। যথাযথ চিকিৎসা না দেওয়ার পাশাপাশি রোগীর পরিবার থেকে বিভিন্ন সময়ে প্রায় ৮০ হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছে হলি ফ্যামিলি হাসপাতালের কর্তৃপক্ষের বিরুদ্ধে। 


কুমিল্লার দেবিদ্বার উপজেলার কোম্পানীগঞ্জ এলাকার

বাসিন্দা চট্টগ্রামে টেইলার্স দোকানে চাকরি করা আহমেদের দুই যমজ সন্তান অসুস্থ হওয়ায় গত শুক্রবার সকাল ৯ টায় হোলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি করানো হয়। একটি বাচ্চা ভর্তি হওয়ার পূর্বেই তেমন নড়াচড়া করছিল না। অপর বাচ্চাটি নড়াচড়া করতো। গতকাল বুধবার পর্যন্ত হাসপাতালে চিকিৎসকগণ বাচ্চাদের কি সমস্যা তা বের করতে পারেনি। সকালে একটি বাচ্চার মৃত্যু হয়। দুপুরের দিকে আর একটি বাচ্চার মৃত্যু হয়। 


বাচ্চা দুটির খালা নুপুর জানান, হাসপাতালের ডাক্তাররা গত ৫ দিনেও বাচ্চা গুলোর কি সমস্যা বলতে পারেনি। শুধু ঔষুধ আনেন, টাকা দেন এসবই বলেছে। প্রথমে ভর্তির সময় ২০০০ টাকা, পরদিন ওষুধ বাবদ ৫ হাজার, পরীক্ষা বাবদ ৭ হাজার, প্রথম বাচ্চা মারা যাওয়ার পর ৩৭ হাজার টাকা চাইলো, আমরা ৩১ হাজার টাকা দিছি । পরে  দুই বাচ্চার লাশ আনার সময় ৫২ হাজার টাকা বিল ধরেছে, আমরা কোনরকম মাফ চেয়ে অনুরোধ করে ৩৫ হাজার টাকা দিয়ে বাচ্চা দুটির লাশ নিয়ে এসেছি। আমরা অসহায় মানুষ বলে কোন প্রতিকার পাইনি। আল্লাহ তাদের বিচার করবে।


উল্লেখ্য যে, হলি ফ্যামিলি হাসপাতালের বিরুদ্ধে পূর্বেও একাধিক অনিয়মের অভিযোগ উঠেছে, দালাল চক্রের মাধ্যমে রোগী আনা, চিকিৎসায় অনিয়ম, রোগের স্বজনদের সাথে খারাপ আচরণ, অতিরিক্ত বিল করা। সংশ্লিষ্ট প্রশাসনের যথাযথ তদারকের অভাবে কুমিল্লা জুড়ে বিভিন্ন হাসপাতালে ব্যাপক অনিয়ম চলছে।

১৫ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন