কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার রামনগর গ্রামে ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা। পারিবারিক কলহের জেরে মা ও ছোট মেয়েকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে পরিবারেরই এক সদস্য ছেলে ও পুত্রবধূ বিরুদ্ধে।
নিহতরা হলেন রামনগর গ্রামের মৃত আবু তাহেরের স্ত্রী লুৎফা বেগম (৭০) এবং তাদের ছোট মেয়ে আয়েশা আক্তার শিল্পী (৩০)। শনিবার (৩০ আগস্ট) দুপুর আনুমানিক ২টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত
লুৎফা বেগমের বড় মেয়ে হাসিনা আক্তার শিউলি অভিযোগ করে বলেন, “আমার ভাই শাহিন (৩৮) দীর্ঘদিন ধরে আমাদের মাকে অবহেলা করত। মায়ের অসুস্থতার কারণে খাবার দেওয়া নিয়েও স্ত্রীর সঙ্গে ঝগড়া লেগেই থাকত। শাহিনের স্ত্রী লাকি বেগম প্রায়ই হুমকি দিত—আজ সত্যিই ওরা মেরে ফেলল। আমি তাদের ফাঁসি চাই।”নিহত লুৎফার ছোট বোন শাহানা বেগম-ও একই অভিযোগ করে বলেন, “শাহিন ও তার স্ত্রী মিলে আমার বোনকে হত্যা করেছে। আমরা তাদের কঠোর শাস্তি চাই।”
স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন, যিনি নিহতদের আত্মীয়, জানান—“দুপুরে শাহিন আমাকে ফোন করে জানায়, মা ও বোন আর নেই। এসে দেখি, ঘরের ভেতরে দুজনের নিথর দেহ পড়ে আছে। আলামত দেখে মনে হয়েছে, শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।”
এ বিষয়ে ইপিজেড ফাঁড়ির ইনচার্জ মো. সাইফুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দুটি লাশ উদ্ধার করি। সন্দেহভাজন শাহিন ও তার স্ত্রী লাকিকে জিজ্ঞাসাবাদের জন্য ফাঁড়িতে নেওয়া হয়েছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”
এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত সুষ্ঠু তদন্ত ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
৫ দিন আগে শনিবার, সেপ্টেম্বর ৬, ২০২৫