Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

কুমিল্লা বিভাগ

কুমিল্লায় চালকের ঘুষিতে প্রাণ গেলো অপর চালকের

স্টাফ রিপোর্টার:
২১ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো

কুমিল্লার চান্দিনায় এক অটোরিক্সা চালকের ঘুষিতে ছফিউল্লাহ (৪৫) নামের অপর এক চালকের মৃত্যু হয়েছে।

রবিবার  (৩১ অক্টোবর) সন্ধ্যায় চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের বদরপুর বাজারে ওই ঘটনা ঘটে।

নিহত অটোরিক্সা চালক ছফিউল্লাহ ছবু ওই ইউনিয়নের মেহার গ্রামের মৃত সুজাত আলীর ছেলে। হামলাকারী চালক অলিউল্লাহ একই বাড়ির মৃত সিরাজুল ইসলাম এর ছেলে। সম্পর্কে তারা চাচা-ভাতিজা।

নিহতের

স্ত্রী তাহমিনা আক্তার জানান, গত কয়েকদিন পূর্বে আমার স্বামী বাড়ির পাশের কাঁচা রাস্তায় অটোরিক্সা রাখায় আমার স্বামীর সাথে ঝগড়া হয় অটোচালক অলি উল্লাহ। ওই ঘটনার জের ধরে রবিবার সন্ধ্যায় আমার স্বামী বদরপুর বাজারে আসলে তাকে মারধর করে অলিউল্লাহ। আহতাবস্থায় তাকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ফয়সাল মাহমুদ পিয়াস জানান, ছফিউল্লাহ নামের ওই রোগীকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। আমরা থানাকে অবহিত করেছি।  

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাহাবুদ্দীন খাঁন জানান, মোবাইল ফোনে বিষয়টি জানার সাথে সাথেই হাসপাতাল ও ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। হামলাকারী স্ব-পরিবারে আত্মগোপন করায় আটক করা সম্ভব হয়নি। নিহতের পরিবারের লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।

২১ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন