ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণের কারণে কুমিল্লার গোমতী নদীর বাঁধে ভয়াবহ বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িছে কুমিল্লা মহানগরী ছাত্রশিবিরে একটি প্রতিনিধি দল।
বুধবার সকাল থেকে মহানগর ছাত্রশিবিরের সেক্রেটারী মুহাম্মদ হাসানের নেতৃত্বে চানপুর এলাকায় পানি বন্দি হয়ে শিশুসহ বয়স্ক নারী-পুরুষ, আসবাবপত্র, হাঁস-মুরগি, গবাদিপশু ইত্যাদি নিয়ে বিপাকে পড়া
মানুষের সাহায্যকারী হিসাবে সহযোগিতা করেন।এসময় ছাত্রশিবির সেক্রেটারী বলেন, বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানো অতিব জরুরি হয়ে পড়েছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকার, ছাত্রশিবিরের সর্বস্তরের জনশক্তি ও সচেতন নাগরিকদের বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানো এবং সার্বিক সহযোগিতা করার আহবান জানাচ্ছি।”
১ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫