Daily Bangladesh Mirror

ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

কুমিল্লা বিভাগ

কুমিল্লা ঢুলিপাড়ায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

ডেস্ক রিপোর্ট:
১৩ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫
# ফাইল ফটো

কুমিল্লা নগরীতে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

নগরীর ঢুলিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবক সাদ্দাম হোসেন (৩৫) নগরীর উনাইসার এলাকায় ভাড়া থাকতেন।

তার বাড়ি জেলার মুরাদনগর উপজেলার রামপুর গ্রামে। মঙ্গলবার লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত সাদ্দাম কুমিল্লা ইপিজেডের ঝুট আনা নেওয়ার শ্রমিক

হিসেবে কাজ করতেন। মোবাইল ফোন চুরির ঘটনা নিয়ে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।  
সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী বলেন, শুনেছি সোমবার রাত ১২টা থেকে সাড়ে ১২টায় মোবাইল ফোন চুরির ঘটনা নিয়ে সাদ্দামকে পিটিয়েছে জনতা। বেধড়ক পিটুনিতে সে মারা গেছে।

লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।

হত্যার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

১৩ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন