Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, মে ১০, ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

জাতীয়

কৃষিজমি রক্ষায় নতুন আইন করা হবে : উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:
১ দিন আগে শনিবার, মে ১০, ২০২৫
# ফাইল ফটো



কৃষিজমি রক্ষায় নতুন আইন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ‘নতুন আইনের বিষয়ে আমরা চিন্তা-ভাবনায় আছি। নতুন করে আর যেন ইটভাটা না হয় সে জন্যও কাজ করছি।’


বৃহস্পতিবার (৮ মে) দুপুরে দিনাজপুরের বিরল উপজেলার মোকলেসপুর ইউনিয়নের ঢেলপির ব্লকে বোরো ধান কর্তন করে নমুনা শস্য কর্তনের উদ্বোধন করেন তিনি।


পরে

কৃষকদের সঙ্গে মতবিনিময়সভায় তিনি এ কথা জানায়।


কৃষি উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, ‘আম, লিচু, টমেটোসহ বিভিন্ন ফসল সংরক্ষণের জন্য মিনি কোলস্টোরেজ তৈরি করা হবে। যাতে করে কৃষকরা উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পান। এ ছাড়া আম, লিচু ও কাঁঠাল বিদেশে রপ্তানির জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।



আমের মতো প্রয়োজনে লিচু পরিবহনের জন্যও শীতাতপ নিয়ন্ত্রিত ট্রেনের বগি দেওয়া হবে। যাতে করে লিচু দেশের বিভিন্ন স্থানে কৃষক সহজেই পাঠাতে পারেন।’


তিনি জানায়, ‘কোনোভাবেই ধানের জমিতে আম-লিচু চাষ করবেন না। ধান বেশি করে উৎপাদন করেন, প্রয়োজনে বিদেশে পাঠানো হবে।


আপনারা যত ধান উৎপাদন করবেন, সরকার তত বেশি ধান-চাল ক্রয় করবে। এবার যে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে তার বেশি ধান কিভাবে ক্রয় করা যায় সরকার তা নিয়ে ভাবছে।’


কৃষি উপদেষ্টা জানান, ‘বোরো উৎপাদনে বরেন্দ্রকে পানির সেচের দাম আরো কমিয়ে আনতে হবে। যাতে করে উৎপাদন খরচ কমিয়ে আনা যায়। আর ফুডে যারা চাকরি করে তাদের দুর্নীতিটা কমিয়ে আনতে হবে।

১ দিন আগে শনিবার, মে ১০, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন