কক্সবাজার-টেকনাফ মেরিনড্রাইভ সড়কের পাটুয়ারটেক বিচ এলাকায় একটি গলাকাটা বিবস্ত্র মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জুন) দুপুর ১২টার দিকে জালিয়াপালং ইউনিয়নের ইনানীর পাটুয়ারটেক বিচ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
মাথা বিচ্ছিন্ন থাকায় তাৎক্ষণিক মরদেহের নাম-পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার
ইনানী পুলিশ ফাঁড়ির আইসি মোহাম্মদ শাহাজাহান বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে মরদেহের পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় মামলা দায়ের করা হচ্ছে।
২৮ দিন আগে শুক্রবার, মে ৯, ২০২৫