বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত তারেক রহমানের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ২০০৬ (সংশোধিত ২০১৩)-এর ৫৭ ধারায় করা মামলা বাতিল করেছেন হাইকোর্ট। বুধবার (১৩ নভেম্বর) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ রিফাত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
আদালতে খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার চৌধুরী
ইশরাক আহমেদ সিদ্দিকী এবং আইনজীবী আজমল হোসেন। তারা গণমাধ্যমকে জানান, খালেদা জিয়া ও তারেক রহমানকে হয়রানি করতে চট্টগ্রামের আদালতে এই মামলা করা হয়েছিল। শুনানিতে তারা আদালতকে জানান, একটি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে এই মামলা করা হয় এবং খালেদা জিয়া ও তারেক রহমানের সাথে এর কোনো সম্পর্ক নেই।আইনজীবীরা আরও জানান, মামলার অভিযোগের সঙ্গে আসামিদের বিন্দুমাত্র সংশ্লিষ্টতা নেই এবং দীর্ঘ সময় পার হলেও বাদী কোনো প্রমাণ হাজির করতে পারেনি। শুধুমাত্র রাজনৈতিকভাবে হয়রানি করার উদ্দেশ্যেই এ মামলা করা হয়েছিল।
২০১৬ সালের ৩ অক্টোবর চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকীর একটি কথিত ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি এবং জাতির পিতাকে অবমাননার অভিযোগে চট্টগ্রামের আদালতে তথ্যপ্রযুক্তি আইনে এ মামলা দায়ের করা হয়। আদালত অভিযোগটি আমলে নিয়ে তা মামলা হিসেবে গ্রহণ করতে বোয়ালখালী থানার ওসিকে নির্দেশ দেন। পরে মামলাটি বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়।
৭ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫