আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণ বার বার নৌকায় ভোট দিয়েছে বলেই বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশ। আওয়ামী লীগ জনগণের উন্নয়নে কাজ করে, বিএনপি তখন আগুন দিয়ে মানুষ হত্যা করে।
বুধবার বিকালে সিলেট নগরের আলিয়া মাদরাসা মাঠে জনসভায় দেয়া ভাষণে এ কথা বলেন তিনি।
দেশের সব ধরনের নাশকতায় বিএনপির জড়িত থাকার প্রমাণ পাওয়া যাচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী।
এর আগে
বেলা ১১টা ৩৩ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৬০১ এর একটি ফ্লাইটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। তারপর সেখান থেকে হজরত শাহ পরানের মাজার জিয়ারত করেন। সেখানে পবিত্র কুরআন শরীফ পাঠ ও দোয়া করেন শেখ হাসিনা।
১ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫