Daily Bangladesh Mirror

ঢাকা, বৃহস্পতিবার, মে ১, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

বিশ্ব

ইসরাইলের গোয়েন্দাপ্রধান পদত্যাগ করলেন

ডেস্ক রিপোর্ট:
২ দিন আগে বৃহস্পতিবার, মে ১, ২০২৫
# ফাইল ফটো




ইসরাইলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেটের প্রধান রোনেন বার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তিনি আগামী ১৫ জুন পদত্যাগ করবেন বলে জানিয়েছেন। রয়টার্সের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।


সোমবার এক বিবৃতিতে রোনেন বার বলেন, "আমি আমার ৩৫ বছরের চাকরিজীবনের সমাপ্তি টানছি। আগামী ১৫ জুন আমি পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি। এই সময়ের মধ্যে একজন যোগ্য ও পেশাদার উত্তরসূরী

নির্বাচন করে তার হাতে দায়িত্ব হস্তান্তর করা হবে।"


শিন বেট ইসরাইলের সবচেয়ে শক্তিশালী নিরাপত্তা সংস্থা হিসেবে পরিচিত। সন্ত্রাস ও সন্ত্রাসী হামলার তদন্তের দায়িত্ব এই সংস্থার ওপরই বর্তায়। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস গাজা উপত্যকা থেকে যে ব্যাপক সন্ত্রাসী হামলা চালিয়েছিল, তার তদন্তে শিন বেট মুখ্য ভূমিকা পালন করে।


কিন্তু গত কয়েক মাস ধরে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তার যুদ্ধকালীন মন্ত্রিসভার সঙ্গে শিন বেটের তীব্র মতবিরোধ চলছিল। তদন্তের পদ্ধতি ও ফলাফল নেতানিয়াহু ও তার মন্ত্রিসভার কট্টরপন্থী সদস্যদের প্রত্যাশা পূরণ করতে না পারায় তারা রোনেন বার ও শিন বেটের ওপর ক্ষুব্ধ হয়ে উঠেছিলেন।


এমন পরিস্থিতিতে গত ১৬ মার্চ নেতানিয়াহু প্রকাশ্যে বলেন, তিনি বহুদিন আগেই রোনেন বারের ওপর আস্থা হারিয়েছেন। তিনি আরও বলেন, রোনেন যদি তার পদে থাকেন, তাহলে সন্ত্রাসবিরোধী অভিযান ও সরকারি কর্মকর্তাদের নিরাপত্তা নেতিবাচকভাবে প্রভাবিত হবে।


এরপর নেতানিয়াহু রোনেন বারকে অপসারণের চেষ্টা করলেও দেশব্যাপী ব্যাপক বিক্ষোভ ও সমালোচনার মুখে তা প্রত্যাহার করতে বাধ্য হন। পরে ইসরাইলের সুপ্রিম কোর্ট রোনেনকে অপসারণের চেষ্টার ওপর স্থগিতাদেশ দেয়।


বিভিন্ন সূত্রে জানা গেছে, বিক্ষোভ দমনের জন্য নেতানিয়াহু রোনেন বারকে বিক্ষোভকারীদের মধ্যে গোপন এজেন্ট নিয়োগের নির্দেশ দিয়েছিলেন, কিন্তু শিন বেট প্রধান তা প্রত্যাখ্যান করেন। এই ঘটনার পর থেকেই নেতানিয়াহুর সঙ্গে রোনেন বারের সম্পর্কের অবনতি ঘটে।

২ দিন আগে বৃহস্পতিবার, মে ১, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন