পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতারের প্রতিবাদে পিটিআই সমর্থকদের বিক্ষোভ ও সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে আটজনে দাঁড়িয়েছে।
পাকিস্তান তেহরিক-ই ইনসাফের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সাবেক তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরীকে বুধবার (১০ মে) রাতে গ্রেফতার করে আইন-শৃঙ্খলা বাহিনী। ইমরানের গ্রেফতার চ্যালেঞ্জ করতে সুপ্রিম কোর্টে গেলে সেখান থেকে ১২ ঘণ্টা পর বের হলে তাকে গ্রেফতার
পরদিন ভোরে ইসলামাবাদে গ্রেফতার হন দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শাহ মাহমুদ কোরেশি। বুধবার বিকালে গিলগিট বালিস্তানের বাসভবনে থেকে তাকে গ্রেফতারের প্রথম দফা অভিযান ব্যর্থ হয়। তাদের বিরুদ্ধে ভাঙচুর, অগ্নিসংযোগ ও সহিংসতায় জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।
এদিকে, জাতীয় জবাবদিহি ব্যুরো ইসলামাবাদের একটি গেস্ট হাউজকে অস্থায়ী কারাগার হিসেবে ঘোষণা করে ইমরানকে সেখানে নিয়েছে। আল-কাদির ট্রাস্ট মামলায় সেখানেই আটদিন রিমাণ্ডে রাখা হবে তাকে। মঙ্গলবার ইমরানকে ইসলামাবাদ হাইকোর্ট থেকে গ্রেফতারের পরবর্তী দুই দিনে পিটিআই কর্মীদের সাথে আইন-শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ দেশব্যাপী ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি বেগতিক দিকে মোড় নেয়ায় ইসলামাবাদ ছাড়াও পাঞ্জাব, বেলুচিস্তান ও খাইবার পাখতুনখাওয়া প্রদেশে নেমেছে সেনাবাহিনী।
১৪ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫