Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

লিড নিউজ

ইইউও আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চায়: সিইসি

ডেস্ক রিপোর্ট:
৪ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো




প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) আন্তর্জাতিক মানের একটি নির্বাচন দেখতে চায়। এ বিষয়ে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ এবং এ নিয়ে তাদের কোনো দ্বিমত নেই। রবিবার (১৬ মার্চ) ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।


বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার ও নির্বাচন কমিশনের

(ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বলেন, "ইইউ প্রতিনিধিরা মূলত জানতে চেয়েছিলেন, আগামী নির্বাচনে আমাদের প্রস্তুতি কেমন। আমরা তাদের সবকিছু জানিয়েছি। নির্বাচন সামনে রেখে আমাদের প্রস্তুতির বিষয়ে বিস্তারিত বলেছি।"


তিনি আরও বলেন, "তারা ভোটের বাজেট কত, অর্থের জোগান ঠিক আছে কি না এবং কোনো অসুবিধা আছে কি না—এসব বিষয়ে জানতে চেয়েছিলেন। আমরা বলেছি, আমাদের অর্থসংক্রান্ত কোনো সমস্যা নেই। আমরা সরকারের কাছে বাজেট চেয়েছি।"


সিইসি বলেন, "ইইউ আমাদের সাহায্য করতে আগ্রহী। তারা আমাদের কী প্রয়োজন, তা জানতে চেয়েছেন। আমরা বলেছি, ইউএনডিপি ইতিমধ্যে একটি প্রয়োজনীয়তা মূল্যায়ন (নিড অ্যাসেসমেন্ট) করেছে। তারা একটি টিম পাঠিয়েছিল এবং সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত আছে। বাংলাদেশের উন্নয়নে তারা সহায়তা করতে চায়।"


তিনি আরও জানান, "ইইউ আগামী মাসে একটি কর্মশালার আয়োজন করবে। সেখানে সিভিল সোসাইটির প্রতিনিধিরা অংশ নেবেন। আমরা পোলিং এজেন্ট, ভোটার শিক্ষা এবং স্থানীয় পর্যবেক্ষকদের প্রশিক্ষণ দিতে চাই।"


নাসির উদ্দিন বলেন, "ইইউ আন্তর্জাতিক মানের একটি নির্বাচন দেখতে চায়। আমরা এ বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। এ নিয়ে আমাদের কোনো দ্বিমত নেই। তারা অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চান, যা আমাদেরও প্রতিশ্রুতি। আমরা নিরপেক্ষভাবে কাজ করব—এটা আমরা ইতিমধ্যে ঘোষণা দিয়েছি। আমরা স্বচ্ছতার সঙ্গে কাজ করছি। এমন কোনো দিন নেই যে আমরা আপনাদের সঙ্গে কথা বলিনি। আমরা কোনো কিছু গোপন করছি না। যা করছি, সবই স্বচ্ছভাবে করছি। আশা করি, সবার সহযোগিতা নিয়ে আমরা সফলভাবে কাজ করতে পারব।"


এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "অতীতে যা হয়েছে, তা ভুলে যান। আমরা বর্তমান পরিস্থিতিতে ফোকাস করছি। দয়া করে বর্তমান পরিস্থিতিতে মনোযোগ দিন। আমরা কাজ করব না—এটা আমরা কোথাও বলিনি। অতীতের কথা ভুলে যান। আমরা ইনশাআল্লাহ এমন একটি পরিবেশ তৈরি করব, যেখানে সবাই সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবে।"

৪ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন