Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

জাতীয়

গণঅভ্যুত্থানে আহতদের সাত দাবি

ডেস্ক রিপোর্ট:
৬ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো



গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের চিকিৎসা নিয়ে উচ্চমানের সেবা পাওয়ার দাবি জানানো হয়েছে।


বৃহস্পতিবার বিকেলে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতদের একটি প্রতিনিধি দলকে নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে বৈঠক করেন ছয়জন উপদেষ্টা। বৈঠকে এসব দাবী উত্থাপন করা হয়।


বৈঠকটি ৪টা ৪০ মিনিটে শুরু হয়, যদিও এটি দুপুর ২টায় শুরু হওয়ার কথা ছিল। জানা গেছে, আহতদের মধ্যে দুটি গ্রুপ হয়ে যাওয়ার

কারণে বৈঠকটি দেরিতে শুরু হয় এবং প্রথমে কিছু বিশৃঙ্খলা দেখা দেয়।


স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সভাপতিত্বে বৈঠকে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সমাজ কল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ, উপদেষ্টা মাহফুজ আলম এবং স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী মো. সায়েদুর রহমান উপস্থিত ছিলেন।


এসময় আহতরা সাত দফা দাবি তুলে ধরেন। তাদের দাবিগুলি হলো:


১. গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের জন্য মন্ত্রী বা উপদেষ্টারা আহত হলে যে মানের চিকিৎসা দেওয়া হয়, সেই মানের চিকিৎসা দেওয়া হবে।

২. যারা নিজের খরচে চিকিৎসা নিয়েছেন, তাদের চিকিৎসা খরচ পরিশোধ করতে হবে।

৩. শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মাননা কার্ডের মাধ্যমে মাসিক ভাতা ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।

৪. শহীদ ও আহত যোদ্ধাদের স্মৃতি ফাউন্ডেশন নামে যাদুঘর নির্মাণ করে প্রতি বছর ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত শহীদদের স্মরণে গণ-স্বাক্ষর কর্মসূচি আয়োজন করতে হবে।

৫. যারা অঙ্গ হারিয়েছেন, তাদের মেডিকেল ফাইল তদন্ত করে অবহেলা থাকলে চিকিৎসকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে।

৬. আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের বিরুদ্ধে গণহত্যার বিচারের মাধ্যমে শাস্তি নিশ্চিত করতে হবে এবং সেই সংগঠনকে নিষিদ্ধ করতে হবে।

৭. আগামীতে রাষ্ট্র সংস্কারে ২৪-এর গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের মতামত গ্রহণ করতে হবে।


এদিকে, বুধবার উন্নত চিকিৎসা ও পুনর্বাসনের দাবিতে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (পঙ্গু হাসপাতাল) সামনে অবস্থান নিয়েছিলেন জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতদের একাংশ। রাতে তাদের বিক্ষোভও অব্যাহত ছিল। পরে, রাত ২:৩০টার দিকে অন্তর্বর্তী সরকারের চার উপদেষ্টা উপস্থিত হয়ে দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে তারা হাসপাতাল ফিরে যেতে রাজি হন।

৬ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন