Daily Bangladesh Mirror

ঢাকা, মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫, ২ পৌষ ১৪৩২

আইন ও আদালত

ফের রিমান্ডে আনিসুল হক ও সাবেক আইজিপি মামুন

ডেস্ক রিপোর্ট:
২৩ দিন আগে মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫
# ফাইল ফটো




যাত্রাবাড়ী থানার জিহাদ হোসেন ও ওয়াসিম শেখ হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই মামলায় পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে তিন দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে।


বুধবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর হাকিম মো. আব্দুল ওয়াহাবের আদালতে শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়। এ সময় আনিসুল হকসহ অন্যান্য

আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। পুলিশ দুই হত্যা মামলায় আনিসুল হকের আট দিন ও মামুনের তিন দিনের রিমান্ড চাইলে আদালত তা বিবেচনা করে আনিসুলকে ছয় দিন ও মামুনকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।


এছাড়া, যাত্রাবাড়ী থানার কয়েকটি পৃথক মামলায় সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদসহ মোট ৯ জনকে গ্রেফতার দেখানো হয়েছে। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌসুলি (পিপি) ওমর ফারুক ফারুকী এসব তথ্য নিশ্চিত করেছেন।


গ্রেফতারকৃত অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, গুলশান থানার সাবেক ওসি মাজহারুল ইসলাম, ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুল, ভোলা-৪ আসনের সাবেক এমপি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এবং ঢাকা-৭ আসনের সাবেক এমপি হাজী মোহাম্মদ সেলিম।

২৩ দিন আগে মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন