Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

লিড নিউজ

একদিন বাড়ছে দুর্গাপূজার ছুটি

ডেস্ক রিপোর্ট:
১৩ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো




শারদীয় দুর্গাপূজার ছুটি একদিন বাড়ানো হয়েছে। আগামী বৃহস্পতিবার (১০ অক্টোবর) ছুটি পাওয়া যাবে। এর ফলে সরকারি চাকরিজীবীরা টানা চারদিন ছুটি উপভোগ করবেন।


মঙ্গলবার (৮ অক্টোবর) প্রজ্ঞাপন জারি করে বৃহস্পতিবার ছুটি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। আজ ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ

কথা জানান।


মাহফুজ আলম বলেন, "অনেকদিন ধরে হিন্দু ধর্মাবলম্বীদের দাবি ছিল দুর্গাপূজার ছুটি বাড়ানোর। তারা ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত আনন্দ উদযাপন করেন। এবার দুর্গাপূজার দশমীর আগে শুক্র ও শনিবার পড়েছে। তাই আমরা চিন্তা করেছি এবার একদিন ছুটি বাড়িয়ে দেবো, যেন তারা পূজা উদযাপনের জন্য আরও বেশি সময় পেতে পারেন।"


সরকার বৃহস্পতিবার ছুটি ঘোষণা করে আজকের মধ্যে একটি প্রজ্ঞাপন জারি করবে। এর মাধ্যমে পূজার ছুটি একদিন বাড়ানো হবে।


বিজয়া দশমীর সরকারি ছুটি থাকবে আগামী ১৩ অক্টোবর, রোববার। এর আগে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে বৃহস্পতিবার ছুটি পেলে সরকারি চাকরিজীবীরা টানা চারদিন সরকারি ছুটি উপভোগ করতে পারবেন।

১৩ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন