আগামী ঈদুল আজহায় ১০ দিনের ছুটি ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। আজ মঙ্গলবার মন্ত্রিসভার এক বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ফেসবুক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি লিখেছেন, "মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ঈদুল আজহায় ১০ দিনের ছুটি থাকবে।"
এর আগে, পবিত্র ঈদুল ফিতরে ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন ছুটি ছিল।
ঈদের জন্য সরকার আগেই পাঁচ দিনের ছুটি ঘোষণা করলেও পরে নির্বাহী আদেশে আরও এক দিন বাড়ানো হয়।উল্লেখ্য, এই ছুটির শুরুর দুই দিন আগে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ছুটি ছিল। পরের দিন ২৭ মার্চ (বৃহস্পতিবার) এক দিন অফিস খোলা থাকলেও ঈদের ছুটির সঙ্গে মিলে দীর্ঘ বিরতি পেয়েছিলেন কর্মকর্তা-কর্মচারীরা।
১০ ঘন্টা আগে মঙ্গলবার, মে ৬, ২০২৫