আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ সরকার ভারতে ৩ হাজার মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয় থেকে অনুমোদন প্রদান করা হয়েছে।
শনিবার (২১ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব সুলতানা আক্তার স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়েছে, দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন রপ্তানিকারকদের আবেদনের পরিপ্রেক্ষিতে
নির্দিষ্ট শর্তাবলী পূরণ সাপেক্ষে ৩ হাজার মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হলো। রপ্তানি অনুমতির জন্য আবেদনকারীদের ২৪ সেপ্টেম্বর দুপুর ১২টার মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন করতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের পর আবেদন গ্রহণযোগ্য হবে না। যারা পূর্বেই আবেদন করেছেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।সম্প্রতি ভারতের ফিস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ সরকারের পররাষ্ট্র উপদেষ্টার কাছে চিঠি দিয়ে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছিল।
এর আগে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতে ইলিশ রপ্তানি অনুমোদন দেওয়া হয়েছে। যদিও এর আগে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় জানিয়েছিল যে, দেশে ইলিশের পর্যাপ্ত সরবরাহ না থাকলে বিদেশে রপ্তানি করা উচিত নয়। তবে এবার দুর্গাপূজা উপলক্ষে ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০১৭ সালে বাংলাদেশের ইলিশ ভৌগোলিক নির্দেশক পণ্য (জিআই পণ্য) হিসেবে স্বীকৃতি পায়। ২০১২ থেকে ২০১৮ সাল পর্যন্ত ইলিশ রপ্তানি বন্ধ ছিল, তবে ২০১৯ সালে তা পুনরায় শুরু হয়।
৮ ঘন্টা আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫