Daily Bangladesh Mirror

ঢাকা, মঙ্গলবার, জুলাই ২২, ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

কুটনৈতিক খবর

ঢাকায় ভারতীয় হাইকমিশনের উদ্যোগে ইফতার সমাবেশ

স্টাফ রিপোর্টার:
৩ দিন আগে মঙ্গলবার, জুলাই ২২, ২০২৫
# ফাইল ফটো

ঢাকায় ভারতীয় হাইকমিশনের ইফতার আয়োজন অনুষ্ঠিত হয়েছে। 


মঙ্গলবার (১৯ মার্চ) আয়োজিত এ অনুষ্ঠানে সরকার, সংসদ, বিচার বিভাগ, রাজনৈতিক দল, সশস্ত্র বাহিনী, সুশীল সমাজ, শিক্ষাবিদ, ব্যবসায়ী, গণমাধ্যম, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ সর্বস্তরের প্রায় চার শতাধিক অতিথি উপস্থিত ছিলেন। 


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এবং সম্মানিত

অতিথি ছিলেন ধর্ম বিষয়কমন্ত্রী মো. ফরিদুল হক খান।


ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা স্বাগত বক্তব্যে ভ্রাতৃত্ব ও মানবতার চেতনা বৃদ্ধিতে ইফতারের তাৎপর্য তুলে ধরেন। তিনি ভারত ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার গভীর বন্ধনকে বিশেষ গুরুত্ব দেন।


তিনি ১৯৭১ সালের যৌথ আত্মত্যাগের মূলে নিহিত দুই দেশের বহুমুখী সম্পর্ককে আরও সমৃদ্ধির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। হাইকমিশনার উল্লেখ করেন, ইফতার সমাবেশ জনগণের গভীর বন্ধনের প্রতীক। এই সমাবেশ ভারত-বাংলাদেশ জনগণের মধ্যে সম্পর্কের ভিত্তি মজবুত করবে।

৩ দিন আগে মঙ্গলবার, জুলাই ২২, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন