ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের সমস্যা দ্রুত সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি শিক্ষার্থীদের ধৈর্য ধরতে আহ্বান জানিয়েছেন।
সোমবার (২৭ জানুয়ারি) সচিবালয়ে দেশের আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা
বলেন, “আমার বিশ্বাস, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হবে। এজন্য সবার ধৈর্য ধারণ করতে হবে। যদি আমরা অধৈর্য হয়ে যাই, কোনো সমাধান হবে না। সবারই ধৈর্যের সাথে সমস্যার মোকাবিলা করতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীকেও আমি সে নির্দেশনা দিয়েছি।”তিনি আরও বলেন, “বিষয়টি দ্রুত সমাধান হয়ে যাবে। আমাদের ছাত্র ভাইদেরও অনুরোধ করছি, সবকিছু ধৈর্যের সাথে এবং আলোচনার মাধ্যমে সমাধান করার দিকে এগিয়ে যেতে হবে।”
এছাড়া, রাস্তা আটকে আন্দোলন না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “রাস্তা ব্লক না করে, তারা যে মাঠ বা সোহরাওয়ার্দী উদ্যানসহ অন্যান্য জায়গায় প্রতিবাদ করতে পারেন, সেটা হবে আরও ভালো। রাস্তা ব্লক করলে যানজট সৃষ্টি হয়, এবং সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ে।”
২২ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫