আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, ‘বিএনপি-জামায়াতের মতো রাজনৈতিক দলের কাছে বাংলাদেশ নিরাপদ নয়। এমন রাজনৈতিক দলের কাছে বাংলাদেশের বর্তমান ও ভবিষ্যৎ নিরাপদ নয়।’
আজ বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের হিরাপুর খেলার মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘বিএনপি-জামায়াত বাংলাদেশকে ধ্বংস করতে চায়। তারা
ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘বিএনপি-জামায়াত সরকার আসে খাইতে, আমরা আসছি দিতে। গত ২০১৪ সালের নির্বাচন এবং ২০১৮ সালে নির্বাচনে বিএনপি-জামায়াত একটা উসিলা খুঁজে, নির্বাচনকে বানচাল করার জন্য। এবারও তারা সেই চেষ্টা করেছে। গত ২০১৪ সালে তারা নিরপরাধ মানুষকে বিনা দোষে আগুনে পুড়িয়ে হত্যা করেছে। সাধারণ মানুষকে বাসে পুড়িয়ে হত্যা করেছে। ২০১৮ সালে তারা মনোনয়ন বাণিজ্য করেছে। ২০২৩ সালে এসে এই অবরোধ দিচ্ছে শুধু শুধু কোনো কারণ ছাড়াই। এই নির্বাচন না করার জন্য তারা ট্রেনের বগিতে আগুন দিয়ে নিষ্পাপ মা ও শিশুকে পুড়িয়ে হত্যা করেছেন। তাদের মায়া দয়া নেই।’
আখাউড়া দক্ষিণ ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মো. মজনু মিয়ার সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন, আখাউড়া দক্ষিণ ইউনিয়ন চেয়ারম্যান জালাল উদ্দিন, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অহিদ ভূইয়া, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মহিলা পিয়ারা আক্তার, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন নয়ন প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম ভূইয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আখাউড়া পৌর মেয়র মো. তাকজিল খলিফা কাজল।
১৬ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫