Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

জাতীয়

দেশে ফিরেছে মিয়ানমারে আটকে পড়া ২০ বাংলাদেশি

ডেস্ক রিপোর্ট:
৩ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো




মালয়েশিয়া যাওয়ার সময় মিয়ানমারে আটকে পড়া ২০ বাংলাদেশি দেশে ফিরেছেন। গতকাল মঙ্গলবার দুপুর ২টার দিকে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা সমুদ্র অভিযান’ যোগে চট্টগ্রামে পৌঁছান তারা। এরপর তাদের প্রত্যেককে জেলা সার্কিট হাউসে এক অনুষ্ঠানের মাধ্যমে নিজ নিজ স্বজনদের কাছে হস্তান্তর করে চট্টগ্রাম জেলা প্রশাসন। 


অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুজ্জামান বলেন,

আপনারা বিদেশ যাওয়ার ক্ষেত্রে বৈধ প্রক্রিয়া অনুসরণ করবেন ও এজেন্সি যাচাইবাছাই করে নেবেন।


যারা প্রতারণার শিকার হয়েছেন তারা মামলা করেন। জেলা প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা করবে। প্রতারণার সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনা হবে।

তিনি আরো বলেন, এই ২০ জন নাগরিক ছাড়াও মিয়ানমারে যারা আটক আছেন, তাদেরও ফেরানোর প্রক্রিয়ার কাজ শুরু করব।


এটি জটিল প্রক্রিয়া হলেও চেষ্টা চালিয়ে যাব আমরা।

৩ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন