Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

লিড নিউজ

দেশবাসীকে বিভিন্ন উৎসব উদযাপনে অনুপ্রাণিত করছে সরকার: রিজওয়ানা হাসান

ডেস্ক রিপোর্ট:
২২ ঘন্টা আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো




পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার দেশবাসীকে বিভিন্ন উৎসব-অনুষ্ঠান উদযাপনে উৎসাহিত ও অনুপ্রাণিত করছে।


শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে রাজধানীর গুলশানে অবস্থিত এজ ওয়াটার গ্যালারিতে ‘ক্রাফটিং দ্য মেনি থ্রেডস অব কালচারাল টেক্সটাইল’ শীর্ষক একটি প্রদর্শনীতে তিনি অংশগ্রহণ করেন।


সময় উপদেষ্টা আরও বলেন, মানুষের মধ্যে রাজনৈতিক বা অন্যান্য বিষয়ে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু সংগীত ও সংস্কৃতি বিভিন্ন মতাদর্শের মানুষদের মধ্যে সম্প্রীতি ও ঐক্য গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করে।


উল্লেখ্য, বাংলাদেশের টেক্সটাইল সংস্কৃতিকে আরও সমৃদ্ধ ও শক্তিশালী করতে গুলশান-২-এ মাহিন খান প্রযোজিত ইউসিবি বৈশাখী উৎসবের আয়োজন করা হয়েছে।

২২ ঘন্টা আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন