পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার দেশবাসীকে বিভিন্ন উৎসব-অনুষ্ঠান উদযাপনে উৎসাহিত ও অনুপ্রাণিত করছে।
শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে রাজধানীর গুলশানে অবস্থিত এজ ওয়াটার গ্যালারিতে ‘ক্রাফটিং দ্য মেনি থ্রেডস অব কালচারাল টেক্সটাইল’ শীর্ষক একটি প্রদর্শনীতে তিনি অংশগ্রহণ করেন।
এ
সময় উপদেষ্টা আরও বলেন, মানুষের মধ্যে রাজনৈতিক বা অন্যান্য বিষয়ে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু সংগীত ও সংস্কৃতি বিভিন্ন মতাদর্শের মানুষদের মধ্যে সম্প্রীতি ও ঐক্য গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করে।উল্লেখ্য, বাংলাদেশের টেক্সটাইল সংস্কৃতিকে আরও সমৃদ্ধ ও শক্তিশালী করতে গুলশান-২-এ মাহিন খান প্রযোজিত ইউসিবি বৈশাখী উৎসবের আয়োজন করা হয়েছে।
২২ ঘন্টা আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫