Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, অক্টোবর ২২, ২০২৫, ৭ কার্তিক ১৪৩২

কুমিল্লা বিভাগ

দাউদকান্দির সাংবাদিকের নাম ঢাকা ও নারায়ণগঞ্জের মামলায়, সাংবাদিক নেতাদের নিন্দা

স্টাফ রিপোর্টার:
৬ দিন আগে বুধবার, অক্টোবর ২২, ২০২৫
# ফাইল ফটো




দাউদকান্দি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক দেশ রূপান্তর,  দৈনিক আজকের কুমিল্লা  পত্রিকার দাউদকান্দি প্রতিনিধি জাকির হোসেন হাজারীকে ঢাকা ও নারায়ণগঞ্জে হওয়া দু'টি মামলায়  আসামি করা হয়েছে।  এঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন দাউদকান্দি তিতাসের সাংবাদিক নেতারা। 


খোঁজ নিয়ে জানাযায়,  গত বছরের ৫ ডিসেম্বর নারায়ণগঞ্জের আদালতে বি-বাড়িয়া জেলার সরাইল উপজেলার

আরিফ মিয়া ১৪৫ জনের নামে মামলা করেন। প্রধান আসামী  করা হয় শামীম ওসমান কে। ২৪ সালের ১৯ জুলাই  ছাত্র আন্দোলন চলাকালীন  ছাত্রদের উপর হামলার ঘটনায় করা মামলায় দাউদকান্দি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাকির হাজারীকে ৩৫ নম্বর আসামি করা হয়। 


চলতি বছরের ২০ জানুয়ারী ডিএমপির যাত্রাবাড়ী থানায় হওয়া নাশকতা মামলায় সাংবাদিক জাকির হাজারীকে আসামী করা হয়েছে। 


সাংবাদিক জাকির হাজারী জানান,  মামলার বিষয়ে আমি দু'দিন আগে জেনেছি।  বাদি কারা তা জানিনা। তবে বাদি আমাকে চিনে কিনা সন্দেহ।  মামলায় যে ঘটনার তারিখ উল্লেখ করা হয়েছে ওই তারিখে আমি কোথায় ছিলাম মোবাইল নেটওয়ার্ক  যাচাই করলেই বেরিয়ে আসবে। 


আর আমি দীর্ঘদিন সত্য এবং ন্যায়ের পক্ষে  সাংবাদিকতা পেশায় কাজ করছি। এজন্য বিগত আওয়ামী শাসন আমলে  একাধিক হামলা এবং হয়রানিমূলক মিথ্যা মামলার সম্মুখীন হয়েছি।  


মামলায় উল্লেখ  আওয়ামী লীগের পদের বিষয়ে তিনি বলেন, ২০১৫ সালের পর থেকে দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের পাল্টাপাল্টি  কয়েকটি কমিটি হয়েছছিল। ওইসময়  কোন কমিটিতে কোথায় আমার নাম তা জানি না।  


এবিষয়ে দাউদকান্দি  প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন বলেন, সাংবাদিক জাকির হাজারী একজন পেশাদার সাংবাদিক, ছাত্র আন্দোলন চলাকালীন আমি আহত হয়েছিলাম। তখন সেসহ কয়েকজন আমাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে। আর দাউদকান্দির সাংবাদিকের নামে ঢাকা এবং নারায়ণগঞ্জে মামলা হওয়া মানে তাকে হয়রানি করার ষড়যন্ত্র বলে মনে করছি। তাই তাকে মামলা থেকে অব্যাহতির দাবী জানাচ্ছি। 


বৃহত্তর দাউদকান্দি প্রেস  ক্লাবের সভাপতি মোহাম্মদ আলী শাহীন বলেন, সাংবাদিক জাকির হাজারী বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকদের মধ্যে একজন। পেশাগত কাজে কখনোই কোন অন্যায়ের সাথে আপোষ করেনি। স্বার্থান্বেষী একটি মহল হয়রানি করার উদ্দেশ্যে  সুকৌশলে ঢাকা এবং নারায়ণগঞ্জের মামলায় পেশাদার সাংবাদিক জাকির হোসেন হাজারীর নাম আসামি তালিকায় ঢুকিয়ে দিয়েছে।আমরা ওই মামলা থেকে সাংবাদিক জাকির হাজারীকে অব্যাহতি বা নাম বাদ দেয়ার দাবী জানাচ্ছি।

৬ দিন আগে বুধবার, অক্টোবর ২২, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন