Daily Bangladesh Mirror

ঢাকা, সোমবার, মে ১২, ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

সারাদেশ

চট্টগ্রামে শহীদ জিয়াউর রহমানের স্মরণে স্মরণিকা ‘কমল’ এর মোড়ক উন্মোচন

স্টাফ রিপোর্টার:
১ দিন আগে সোমবার, মে ১২, ২০২৫
# ফাইল ফটো




বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মুক্তিযুদ্ধে শহীদ সকল বীরের স্মরণে চট্টগ্রাম ওয়াসা জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী দল (রেজি: ২৩০৭) এর উদ্যোগে প্রকাশিত স্মরণিকা ‘কমল’ এর মোড়ক উন্মোচন করা হয়েছে।


রবিবার (১১ মে) মেহেদীবাগে বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরীর বাসভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত

ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। 


চট্টগ্রাম ওয়াসা জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী দলের সভাপতি মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও বিএনপি নেতা ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান, বিএনপি চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব সাংবাদিক জাহিদুল করিম কচি, জাতীয়তাবাদী শ্রমিক দলের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি এ এম নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক শেখ নুরুল্লাহ বাহার, সাবেক কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান। 


অনুষ্ঠানে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ২৬শে মার্চ ১৯৭১ সালের ঐতিহাসিক ঘোষণা স্বাধীনতা যুদ্ধকে ত্বরান্বিত করেছিল। তার নেতৃত্ব, আত্মত্যাগ ও দূরদর্শিতাই এ জাতিকে স্বাধীনতা এনে দিয়েছে।


তিনি আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের  দমন পীড়নের মধ্যেও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির নিরলস সংগ্রাম শহীদ জিয়ার আদর্শ ও নেতৃত্বের ধারাবাহিকতা।


চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, স্মরণিকা 'কমল' শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ডাকনাম থেকে অনুপ্রাণিত। এই প্রকাশনা প্রমাণ করে, চট্টগ্রাম ওয়াসা জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী দল তার আদর্শকে ধারণ করছে।


তিনি বলেন, শহীদ জিয়ার নেতৃত্বেই পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রথম আক্রমণ সংঘটিত হয়েছিল। তিনি গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে দেশের রাজনৈতিক ভিত্তিকে দৃঢ় করেছিলেন। আজও তার আদর্শে অনুপ্রাণিত হয়ে চট্টগ্রামের নাগরিক ও শ্রমজীবীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবে।


অনুষ্ঠানের শেষপর্যায়ে স্মরণিকা প্রকাশনার সাথে যুক্ত সকল নেতাকর্মীদের ধন্যবাদ জানান অতিথিবৃন্দ। এতে ওয়াসা শ্রমিকদল ও বিএনপি নেতারা উপস্থিত ছিলেন। 

১ দিন আগে সোমবার, মে ১২, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন