Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

লিড নিউজ

চিকিৎসা করাতে গিয়ে এবার কলকাতায় নিখোঁজ বাংলাদেশি যুবক

ডেস্ক রিপোর্ট:
২ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো





এক মাস আগে ঝিনাইদহের সাংসদ আনোয়ারুল আজীম কলকাতায় চিকিৎসা করতে গিয়ে নিখোঁজ হয়ে নির্মম হত্যাকাণ্ডের শিকার হন। এবার একইভাবে কলকাতায় চিকিৎসা করাতে গিয়ে নিখোঁজ হয়েছেন বাংলাদেশি যুবক দিলওয়ার হোসেন।

 তথ্য অনুসারে, দিলওয়ার হোসেন কিছুদিন আগে চিকিৎসার জন্য কলকাতায় যান এবং মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে অবস্থান করছিলেন। বৃহস্পতিবার সকাল থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে

না। হোটেল কর্তৃপক্ষ পুরো বিষয়টি পার্ক স্ট্রিট থানায় জানিয়েছে।

উল্লেখ্য, গত ১২ মে আনোয়ারুল আজীম কলকাতায় গিয়েছিলেন এবং ১৩ মে চিকিৎসকের কাছে যাওয়ার কথা বলে নিখোঁজ হন। পরে পুলিশ তদন্তে জানতে পারে, তিনি নিউ টাউনের একটি আবাসনে খুন হয়েছেন। সিআইডির তদন্তে প্রথমে বাংলাদেশের নাগরিক জিহাদ হাওলাদার গ্রেফতার হয়। পরবর্তীতে সিয়াম নামে আরেকজনকে গ্রেফতার করা হয়।

রাজ্য পুলিশের তথ্যের ভিত্তিতে বাংলাদেশের ঢাকা মেট্রোপলিটন পুলিশ আমানউল্লাহ ওরফে শিমুল ভূঁইয়া, শিলাস্তি রহমানসহ চার জনকে গ্রেপ্তার করে। তবে ওই ঘটনার মূল চক্রান্তকারী আখতারুজ্জামান শাহিন, ফয়জল এবং মুস্তাফিজুর এখনও পলাতক রয়েছেন। পুরো ঘটনা নিয়ে তদন্ত চলছে, এর মধ্যেই চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে আসা আরেক যুবকের নিখোঁজের খবরটি নতুন করে চাঞ্চল্য সৃষ্টি করেছে।

সূত্র: বাংলা ইনসাইডার।

২ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন