রোটারি আন্তর্জাতিক জেলা ৩২৮২ বাংলাদেশের যুব সংগঠন রোটার্যাক্ট ডিস্ট্রিক্ট ইয়ার লাঞ্চিং প্রজেক্ট "ছড়িয়ে দাও অক্সিজেন বাচিঁয়ে দাও প্রান" এই স্লোগান কে সামনে রেখে নতুন রোটারি বর্ষ ২০২৩-২৪ কে বরণ করে নিতে রোটার্যাক্ট প্রধান (ডিস্ট্রিক্ট রোটার্যাক্ট রিপ্রেজেনটেটিভ) ডি.আর.আর রোটার্যাক্টর শরিফুল ইসলাম অপু’র নেতৃত্বে সকল রোটার্যাক্ট জেলা এরিয়ায় ১লা জুলাই বৃক্ষ রোপন কর্মসূচি
পালন করা হয়।
এরই ধারাবাহিকতায় চট্রগ্রাম ইঞ্জিনিয়ার ইন্সটিটিউট মিলনায়তনেও প্রোগ্রাম চেয়ারম্যান এ.ডি.আর.আর রোটার্যাক্টর নাছিরুল করিম ইফাজ এর সভাপতিত্বে উক্ত প্রোগ্রামের আয়োজন করা হয় এতে উপস্থিত ছিলেন রোটারি আন্তর্জাতিক জেলা ৩২৮২ বাংলাদেশের রোটারি প্রধান ডিস্ট্রিক্ট গভর্নর ইঞ্জিনিয়ার মতিউর রহমান, ডিস্ট্রিক্ট ফার্স্ট লেডি সামিনা ইসলাম, ডি.আর.আর শরিফুল ইসলাম অপু, পি. ডি.আর.আর মোস্তফা আশরাফুল ইসলাম আল্ভি, পি. ডি.আর.আর জিয়া উদ্দিন হায়দার শাকিল, পি. ডি.আর.আর মো আব্দুল আহাদ, ডি.আর.আর ইলেক্ট জাহেদ হোসাইন চৌধুরী, সাবেক এ.ডি.আর.আর রিয়াজ মাহমুদ সৌরভ, এ.ডি.আর.আর ওয়াহেদ মুরাদ, এ.ডি.আর.আর সজিবুল হক চৌধুরী এ ছাড়া ও প্রাঙ্গনে আরো উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট অফিসিয়াল এবং বিভিন্ন রোটার্যাক্ট ক্লাবের প্রেসিডেন্ট, সেক্রেটারি ও সদস্যবৃন্দ প্রমূখ। সবার উপস্থিতিতে সুন্দর ও সুষ্ঠু ভাবে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয় হয়।
রোটারেক্ট হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ যুব সংগঠন যা তরুণ-তরুণীদের মাধ্যমে পরিচালিত ও রোটারি ইন্টারন্যাশনাল এর সহযোগী সংগঠন। গত ১৩ই মার্চ ২০১৮ বিশ্বের সর্ববৃহৎ যুব সংগঠন হিসেবে রোটারেক্ট সংগঠন পার করেছে গৌরবময় ৫০ বছর । মার্কিন যুক্তরাষ্ট্রের ইলিনয়িস অঙ্গরাজ্যের এভানস্টোনে এর সদর দফতর অবস্থিত।
রোটারেক্টের উদ্দেশ্য হচ্ছে, ব্যক্তিত্ব বিকাশে তরুন-তরুণীদের মধ্যে জ্ঞান, সাংগঠনিক দক্ষতা ও কর্ম দক্ষতা বৃদ্ধি, জনকল্যাণমূখী ও সেবামূলক প্রকল্প গ্রহণের পাশাপাশি বন্ধুত্ব ও সেবার মাধ্যমে সমগ্র বিশ্বের সকল মানুষের মধ্যে উন্নততর সম্পর্ক গড়ে তোলা।
রোটারেক্ট যুব সংগঠন রোটারি ইন্টারন্যাশনাল কর্তৃক পরিচালিত হওয়ায় অতি অল্প সময়ে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে এবং অসাধারণ সব নিয়মনীতির কারণে বিশ্বব্যাপী জনপ্রিয়তা অর্জন করেছে।
২১ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫