Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

লিড নিউজ

বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ : সিইসি

ডেস্ক রিপোর্ট:
১৮ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো




বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৩৩ লাখ ৬১ হাজার ৬১৫ জন এবং নারী ভোটার ৬ কোটি ৩ লাখ ৬৯ হাজার ৬৬৫ জন।


রবিবার জাতীয় ভোটার দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন এই তথ্য প্রকাশ করেন।


এ সময় সিইসি বলেন, "অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি নির্বাচন

কমিশন জাতিকে দিয়েছে। আমরা মনে করি, নির্বাচন কমিশনের প্রতি দেশের মানুষের অকুণ্ঠ সমর্থন রয়েছে। আমরা একটি স্বচ্ছ, ন্যায্য ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের জন্য জাতিকে প্রতিশ্রুতি দিয়েছি। জানুয়ারি মাসে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু করেছি এবং বর্তমানে ডাটা এন্ট্রির কাজ চলছে।"


ভোটার দিবসের উদ্বোধন ঘোষণার পর দিনটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।

১৮ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন