রাজনৈতিক স্থিতিশীলতা থাকলে যে দেশের উন্নয়ন হয়, সেটা সরকার প্রমাণ করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আওয়ামী লীগ সবসময় দায়িত্ববোধের সঙ্গে কাজ করে। বর্তমান সরকার টানা ক্ষমতায় থাকার জন্য অব্যাহত রয়েছে উন্নয়নের ধারা। রাজনৈতিক স্থিতিশীলতা থাকলে দেশের উন্নয়ন হয়, সেটা প্রমাণ করেছি। এ জন্য ধৈর্য প্রয়োজন।
সোমবার (১৩ মার্চ) বিকেল সাড়ে ৪টায় গণভবনে সদ্য কাতার
সংবাদ সম্মেলনের শুরুতে কাতার সফর নিয়ে লিখিত বক্তব্য দেন প্রধানমন্ত্রী। এরপর সাংবাদিকরা প্রশ্ন শুরু করেন এবং সেসবের জবাব দেন সরকার প্রধান।
বিশ্ব এখন বাংলাদেশকে রোল মডেল মনে করে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এক সময় সবাই বাংলাদেশ মানে বন্যা, খরা, দুর্যোগ এসব মনে করতো। এখন আর সেসব মনে করে না। এখন বাংলাদেশকে বিশ্ব রোল মডেল মনে করে। আর এটি সম্ভব হয়েছে কেবলই একটানা ক্ষমতায় একটি গণতান্ত্রিক ধারা বজায় রয়েছে বলে।
এর আগে প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, সফরে করোনা অতিমারি ও চলমান ইউক্রেন যুদ্ধের কারণে সৃষ্ট বিশ্বব্যাপী খাদ্য, জ্বালানি ও আর্থিক সংকটের পরিপ্রেক্ষিতে স্বল্পোন্নত দেশগেুলোর জন্য বিভিন্ন আন্তর্জাতিক অঙ্গীকার অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করার দাবি জানিয়েছি।
৮ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫