Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ, হাসপাতালে ভাঙচুর

ডেস্ক রিপোর্ট:
৩ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো

ব্রাহ্মণবাড়িয়া শহরের পুরাতন জেল রোডের একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিক্ষোভ মিছিল করে হাসপাতালটি ভাঙচুর করেছেন রোগীর স্বজন ও এলাকাবাসী। এ সময় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

শনিবার (১৮ মার্চ) ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ এমরানুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন বেলা ১১টার দিকে এ

ঘটনা ঘটে। এ ঘটনার পরপরই গা-ঢাকা দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

নিহত ব্যক্তি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল ইউনিয়নের চান্দিয়া গ্রামের শহীদুল ইসলামের ছেলে ইশতিয়াক আহমেদ। তিনি ব্রাহ্মণবাড়িয়া পৌর ডিগ্রি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

রোগীর স্বজনরা জানান, শুক্রবার দুপুরে নাকের পলিপাসজনিত সমস্যা নিয়ে শহরের জেল রোডের আল-খলিল হাসপাতালে ভর্তি হন ইশতিয়াক আহমেদ। হাসপাতালটিতে ঢাকা থেকে আসা স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের সহকারী অধ্যাপক ডা. মো. রাফিউল আলম ইশতিয়াকের নাকের অপারেশন করার কথা ছিল। কিন্তু ওই চিকিৎসকের বদলে অন্য চিকিৎসক দিয়ে রাতে ইশতিয়াকের নাকের অপারেশন করা হয়। পরে অচেতন অবস্থা থেকে আর জ্ঞান ফেরেনি ইশতিয়াকের।

এদিকে ইশতিয়াকের মৃত্যুর পর হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি ভিন্নভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। পরে বিষয়টি জানাজানি হলে স্বজনসহ এলাকাবাসীর মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে উত্তেজিত স্বজনরা বিক্ষোভসহ হাসপাতালটি ভাঙচুর করেন।

স্বজনদের অভিযোগ, ভুল চিকিৎসায় ইশতিয়াকের মৃত্যু হয়। এ ঘটনায় তারা হাসপাতাল কর্তৃপক্ষসহ ঘটনায় জড়িত চিকিৎসকদের বিচার দাবি করেন।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ এমরানুল ইসলাম জানান, রোগীর স্বজনদের দাবি, হাসপাতালের অবহেলার কারণে ইশতিয়াকের মৃত্যু হয়েছে। আমরা এই ঘটনার তদন্ত করছি।

তিনি আরও জানান, অভিযোগ সাপেক্ষে এবং লাশের ময়নাতদন্ত শেষে এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

৩ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন