Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

ব্যবসা বাণিজ্য

বিভিন্ন ব্র্যান্ড যুক্ত হচ্ছে নগদহাট ডিসকাউন্ট পার্টনার হিসেবে।

স্টাফ রিপোর্টার
২২ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো

বিশ্বমানের ভ্যালু এডেড সেবা প্রদানের মাধ্যমে ২০১৯ সালে প্রতিষ্ঠিত ই-কমার্স প্রতিষ্ঠান নগদহাট ইতোমধ্যে গ্রাহকের প্রত্যাশা পূরণের এক  বিশ্বস্ত প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। গ্রাহকের চাহিদা ও প্রত্যাশার উপর ভিত্তি করে প্রতিষ্ঠানটি প্রতিনিয়ত নতুন নতুন ফিচার ও সেবা সংযোজন করে যাচ্ছে। সম্প্রতি নগদহাট বেশ কিছু প্রতিষ্ঠানকে ডিসকাউন্ট পার্টনার হিসেবে যুক্ত করেছে। এবং আরও বেশ কিছু

প্রতিষ্ঠানকে ডিসকাউন্ট পার্টনার হিসেবে যুক্ত করার প্রক্রিয়া চলমান রয়েছে। এই বিষয়ে আমাদের সংবাদ প্রতিনিধির কথা হয় নগদহাটের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ ইসরাফিল মোল্লার সাথে। জনাব মোঃ ইসরাফিল মোল্লা বলেন, মূলত গ্রাহক এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান উভয়ের সুবিধার কথা মাথায় রেখেই নগদহাট ডিসকাউন্ট পার্টনার যুক্ত করার সময়োচিত সিদ্ধান্তটি গ্রহণ করেছে। তিনি বলেন ডিসকাউন্ট পার্টনার থেকে পণ্য ক্রয়  বা সেবা গ্রহণের সময় নগদহাটের গ্রাহকরা নির্দিষ্ট পরিমাণ ডিসকাউন্ট উপভোগ করবেন , আবার অপর দিকে নগদহাটের দুই লক্ষাধিক নিবন্ধিত গ্রাহকের বিশাল কমিউনিটির সাথেও নগদহাটের ডিসকাউন্ট পার্টানাররা যুক্ত হবে। এর ফলে নগদহাটের ডিসকাউন্ট পার্টনারের  সেলস বা বিজনেসের পরিধি বাড়বে। অর্থাৎ এটি উভয়পক্ষের জন্যই উইন-উইন সিচুয়েশন তৈরি করেছে। জনাব ইসরাফিল বলেন ইতোমধ্যে কিছু প্রতিষ্ঠান আমাদের ডিসকাউন্ট পার্টনার হিসেবে কাজ শুরু করেছে, এবং আরও বেশ কিছু  প্রতিষ্ঠান ডিসকাউন্ট পার্টনার হওয়ার আগ্রহ প্রকাশ করেছে। আমরা প্রয়োজনীয় তথ্য যাচাই বাছাই করে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেবো। তিনি জানান ডিসকাউন্ট পার্টনারের বিষয়টিতে তিনি গ্রাহক এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান উভয়ের নিকট থেকেই ইতিবাচক সাড়া পেয়েছেন। এই উদ্যোগের সাফল্যের ব্যাপারে তিনি শতভাগ আত্মবিশ্বাসী।      


এই বিষয়ে উক্ত প্রতিবেদকের কথা হয়েছে ঢাকার কল্যাণপুরের বাসিন্দা নগদহাটের নিবন্ধিত গ্রাহক জনাব সাজিদ হাসানের সাথে। তিনি জানান নগদহাটের ডিসকাউন্ট পার্টনার থেকে তিনি ডিসকাউন্ট সুবিধা উপভোগ করছেন। তিনি একজন ভোজনরসিক আরও সুনির্দিষ্টভাবে বললে একজন কাচ্চিপ্রেমী হওয়ায় খাওয়ার ক্ষেত্রে বেশ ভালো এডভান্টেজ পাচ্ছেন। তিনি জানান নগদহাটের ডিসকাউন্ট পার্টনার কাচ্চি মাশা আল্লাহয় তিনি রেগুলারি কাচ্চি বিরিয়ানি খেতে যান, এবং ডিসকাউন্ট সুবিধা উপভোগ করেন। উক্ত প্রতিবেদকের কথা হয়েছে  কাচ্চি মাশা আল্লাহর একজন দায়িত্বশীল কর্মকর্তার সাথেও । তিনি জানান নগদহাটের  ডিসকাউন্ট পার্টনার হওয়ার পর থেকে নগদহাটের অনেক গ্রাহক তার এখানে খেতে আসেন। এর ফলে কাচ্চি মাশা আল্লাহর বিক্রিও আশাব্যঞ্জকভাবে বেড়েছে বলে তিনি জানান। কাচ্চি মাশা আল্লাহর এই কর্মকর্তা জানান নগদহাটের ডিসকাউন্ট পার্টনার হওয়ার সুফল তারা অল্প সময়ে পেতে শুরু করেছে। অন্যান্য ব্যবসায়িক প্রতিষ্ঠানকেও তিনি ব্যবসার প্রসার এবং শক্ত ব্র্যান্ড ইমেজ তৈরির জন্য নগদহাটের ডিসকাউন্ট পার্টনার হওয়ার জন্য পরামর্শ দেন।

২২ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন