Daily Bangladesh Mirror

ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

লিড নিউজ

বিমানে বোমাতঙ্ক ছড়ানোর ঘটনায় জড়িতদের শনাক্ত করে কঠোর ব্যবস্থা নেয়া হবে: উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:
২৭ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫
# ফাইল ফটো




বিমানে বোমাতঙ্ক ছড়ানোর ঘটনায় জড়িতদের শনাক্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার (২২ জানুয়ারি) তিনি গণমাধ্যমকে এ তথ্য জানান।


এর আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম জানান, বোমা আতঙ্কে অবতরণ করা বাংলাদেশ বিমানের ফ্লাইটে

কোনো বোমা বা বোমাসাদৃশ্য বস্তু পাওয়া যায়নি।



বিমানবন্দর কর্মকর্তাদের মতে, অবতরণের পর পুরো বিমানে এবং যাত্রীদের সব ব্যাগেজে তল্লাশি চালানো হয়। কোথাও কোনো বিস্ফোরক দ্রব্য বা বোমাসাদৃশ্য বস্তু পাওয়া যায়নি।


বুধবার ইতালির রোম থেকে ঢাকায় আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৫৬ ফ্লাইটে বোমা থাকার অভিযোগে সতর্কতা জারি করা হয়। জানা যায়, এএসপি আব্দুল হান্নান রনির মোবাইলে পাকিস্তানের একটি নম্বর থেকে হোয়াটসঅ্যাপে ফোন আসে। সেখানে দাবি করা হয়, বিমানে ৩৪ কেজি বিস্ফোরক রয়েছে।


বিমানটি বুধবার সকাল ৯টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর বিমানটিতে থাকা ২৫০ জন যাত্রী এবং ১৩ জন ক্রুকে নিরাপদে নামিয়ে আনা হয়। বিমানটিকে ঘিরে রাখা হয় নিরাপত্তাবেষ্টনীতে। পরে বোম্ব ডিসপোজাল ইউনিট তল্লাশি চালিয়ে কোনো ধরনের বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু খুঁজে পায়নি।


ঘটনার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে, মিথ্যা তথ্য ছড়ানোর সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করতে হবে এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।


বিমানবন্দর কর্তৃপক্ষ এ ধরনের ভুয়া তথ্য নিয়ে ভবিষ্যতে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

২৭ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন