Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

লিড নিউজ

বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্ত দ্রুতই শুরু হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:
১৬ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো




স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) জানিয়েছেন যে রাজধানীর পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরে সংঘটিত বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্ত দ্রুতই শুরু হবে। প্রায় ১৫ বছর আগে এই মর্মান্তিক ঘটনা ঘটে।


সোমবার (৪ নভেম্বর) সকালে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তর পরিদর্শনের পর তিনি এ কথা বলেন।


২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর

সদর দপ্তরে (বর্তমান বিজিবি) বিদ্রোহের ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জন নিহত হন। এই ঘটনা শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক আলোড়ন তোলে।


এই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করা হয়। হত্যা মামলায় খালাসপ্রাপ্ত বা সাজাভোগ শেষে বিস্ফোরক মামলার কারণে ৪৬৮ জন বিডিআর সদস্য এখনও মুক্তি পাননি।


প্রায় দেড় দশক আগে সংঘটিত এই হত্যাকাণ্ডের পুনঃতদন্ত হবে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, "বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্ত অবশ্যই হবে এবং তা দ্রুতই সম্পন্ন করা হবে।"


বিজিবি সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, "সীমান্তে নিরাপত্তার ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। চোরাচালান রোধে কঠোর নজরদারি রাখতে হবে।"

১৬ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন