বেনাপোল প্রথম শ্রেণি পৌরসভা মেয়র মোঃ নাসির উদ্দিনকে অপসারণ করেছে সরকার। এবং পৌরসভার প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন সুজন সরকার।
বেনাপোল পৌরসভা নির্বাচনে নৌকা প্রার্থী মোঃনাসির উদ্দিন বিজয় হয়েছিল। এক বছরের মাথায় তাকে অপসারণ করা হলো।
রোববার (১৮ই আগস্ট) স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে বলা হয় স্থানীয় সরকার
(পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ ২০২৪ এর ধারা ৩২(ক) প্রয়োগ করে বাংলাদেশের নিম্নবর্ণিত পৌরসভার মেয়রদের নিজ নিজ পথ হতে অপসারণ করা হলো।সরকারি এক তথ্য বিবরণীতে জানানো হয় বিশেষ পরিস্থিতিতে অত্যাবশাক বিবেচনা করলে সরকার জনস্বার্থে কোনো সিটি করর্পোরেশন ও পৌরসভা মেয়র এবং কাউন্সিলরকে অপসারণ করতে পারবে।
২ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫