বলিউড সুপারস্টার সালমান খান সম্প্রতি ৫৮ বছরে পা রেখেছেন। ঘনিষ্ঠদের নিয়ে গ্যালাক্সিতে জমিয়ে পার্টি করলেন ভাইজান। তবে এবারের পার্টিটা কড়া নিরাপত্তায় সারলেন। লরেন্স বিষ্ণোই গ্যাং বারবার প্রাণনাশের হুমকি দিয়েছে ভাইজানকে। আর তাই তো সবসময় সালমানের সঙ্গে ওয়াই প্লাস নিরাপত্তা।
প্রতিবার ফার্ম হাউসে বার্থডে সেলিব্রেট করেন সালমান। তবে প্রাণনাশের হুমকির
জন্য এবারের জন্মদিনটা নিজের বাড়িতেই করেছেন।জানা গেছে, সালমান সিদ্ধান্ত নিয়েছেন— এবার থেকে প্রতিটি উৎসবে বাড়িতেই থাকবেন। তবে কড়া নিরাপত্তার ঘেরা থাকবে সালমানের বাড়ি।
প্রসঙ্গত জন্মদিনের সন্ধ্যায় চিরাচরিত প্রথায় সন্ধ্যাবেলা পরিবারের সদস্যদের নিয়ে গ্যালাক্সির বারান্দায় হাজির হয়েছিলেন সালমান খান। সালাম, নমস্তে ভঙ্গিতে ভক্তদের উদ্দেশে ভালোবাসাও প্রকাশ করতে দেখা গেছে ভাইজানকে। পাশেই দাঁড়িয়ে ছিলেন বাবা সেলিম খান। সালমানের পরনে ছিল ধূসর রঙের ক্যাজুয়াল টিশার্ট।
১৬ দিন আগে মঙ্গলবার, মে ১৩, ২০২৫